
রুদ্রনীল
জানি ফিরবে তুমি তবু ফেরা হবে না,
যে আঘাত দিলে তুমি ভোলা যাবে না।
তোমার প্রেম সে তো প্রেম শুধু নয়,
করেছ অভিনয়, ভালোবাসা মিছে আশা পুড়েছে হৃদয়।
তোমার মায়া, তোমার মোহ ক্ষণিকে মিলায়
চলে গেলে রেখে এলে এই অবেলায়,
সুখগুলো বন্দী হলে আঁধারে হারায়।
একা আমি থাকব একা সময় বয়ে যায়,
অতলে হারায়, মনে হবে
মনে রবে ছিলাম সেদিন দুজনায়।
উৎস: অন্যভুবন