
মেঘ রাজ সাইমুন
যখন আমি থাকবো না তোমাদের মাঝে
কুড়াবো স্বপ্ন আমি শুভ্র মেঘের ভাঁজে,
জমাব মেঘের বাড়ির উঠানে,
জোৎস্না ঝরা চাঁদে দিব পাড়ি;
মন পবনের নায়, ভালোবাসার সন্ধানে।
তারার দেশে ঘুরে ঘুরে নয়ন,
খুঁজবে এক হৃদয়ের মানব;
রামধনুর সাত রংয়েতে সাজাব দেহ,
রাঙাতে রূপ, মন মাঝি মাধব।
ধূমকেতু-উল্কাতে আমার ইচ্ছে মেশাতে,
হাওয়ার থেকে কিনব দুষ্টুমি;
কষ্টগুলো ঝরাব কালো মেঘের বৃষ্টিতে,
যখন ফিরব অতীতে এই আমি।
উড়ন্ত ঐ চিলের সাথে একলা গোপনে,
গল্পে মশগুল হবো, দুরন্ত ছোটবেলা।
বউ কথা কও যদি উড়ে ক্ষণে,
তারই সাথে করব লুকোচুরি খেলা।
নক্ষত্রের রাণীর কুটির ঘরে সাজাব;
বিজলী চমকানো ফুলে, স্বপ্নের বাসর,
ভোরের সূর্যে পাব খুঁজে আমি,
মেঘ রাজকুমার, ঘুচবে ভালোবাসার প্রহর।
নীলাকাশে গড়ব আমি বসত বাড়ি ঘর।
যখন আমি থাকব না তোমাদের মাঝে;
আমায় তোমরা খুঁজে নিও, গোধুলির সাজে।
উৎস: অন্যভুবন
উৎসর্গ: ভালোবাসাকে ভালোবাসি