
রুদ্রনীল
তোমার ছোঁয়া আজ মেখে গায়, ভাসবো দুজন নীল জোছনায়,
থাকব তোমার অধর ছুঁয়ে, সুখের ভেলায় যাব বয়ে।
এই, মনে পড়ে তোমার, সেই দিনের স্মৃতি
সেই মধুর সময়, সুরের গীতি?
সেই সে দিনে তোমার পানে, কত চাওয়া, কত পাওয়া,
কত আবদার, তোমার আমার, শুধু তোমার আমার!
তারপর… জীবনের প্রয়োজনে, বদলাই ক্ষণে ক্ষণে,
আজ পাই না অবসর, ব্যস্ততাই দোসর।
হুম, জানো মাঝে মাঝে খুব একলা লাগে
আবার যদি পেতাম সে সব আগে!
এতদিন পরে এসে বুঝলাম শেষে, সোনালি ভালোবাসা চলে গেছে ভেসে
খুঁজে পেতে চাই, আবার খুঁজে পেতে চাই ,ব্যস্ততাকে দিয়ে ছুটি বললাম আজ যাই।
তোমার হাতটি ধরে আবার আপন করে পাশাপাশি বসে,
শুধু ভালোবেসে, কাটাতে চাই, এই আশা
খুঁজে ফিরি হারানো ভালোবাসা।
উৎস: অন্যভুবন