
মেঘ রাজ সাইমুন
বড় দুঃখে আছি আঁকড়ে ধরে সবুজ,
তৃণলতা, বিস্তীর্ণ সংসার।
শিমুলের লাল গালিচা মাঝে মাঝে
আকাশের উড়ন্ত নিশানা হয়ে যায়।
মেহেদি মাখা হাতকে অস্পর্শ আর
ভঙ্গুর মনে হয়।
আমার শরীর জুড়ে দুঃখ আর দুরূহ,
বেদনার অবাস্তব ছায়া।
অতল চোখে চাওয়া জল,
অধীর ওষ্ঠ চুম্বনে সিক্ত হয়ে ব্যগ্র;
আজও ধূমায়িত চায়ের কাপের মধ্যে-
হৃদয় চর্চা অব্যাহত।
অথচ সুদৃশ্য টি পটে;
চা পাতার তলানিটুকু পড়ে আছে
তিক্ত আর অসহ্য যার স্বাদ,
বড় দুঃখে আছি আঁকড়ে ধরে সবুজ;
তৃণলতা, বিস্তীর্ণ সংসার।
বড় দুঃখে আছি-
তবুও বেঁচে আছি সাগরের
একগুচ্ছ ঢেউয়ের আশায়।
উৎস: অন্যভুবন
উৎসর্গ: Rifat Khan Onik