
হিমাদ্রি হিমু
এমন একটা হৃদয় পেলাম না,
যাকে মন দেয়া যায়।
এমন একজন মানুষ পেলাম না
যাকে ভালবাসা যায়।
হাজার লোকের ভিতরে,
খুঁজে পেয়েছিলাম তোমায়।
অবশেষে কাঁদিয়ে গেলে আমায়,
আমি ফুল হয়ে ফুটতে চেয়েছিলাম
তোমার মনের জমিনে।
হায় যারে আমি ভালবাসলাম
সেই দিল জ্বালা।
ভালবাসায় সুখ নাই রে
পেলাম দুঃখের মালা।
উৎস: অন্যভুবন