
মেঘ রাজ সাইমুন
তুমি আমার
কুয়াশা ঝরা ভোর;
একটি শিশির কণা।
তুমি আমার
নিঝুম দুপুর বেলা;
ধানের ক্ষেতে বয়ে যাওয়া,
উদাস করা দক্ষিণা হাওয়া।
তুমি আমার
বিষন্ন সন্ধ্যা,
গোধূলির আবীর রাঙা আকাশ।
তুমি আমার
একাকী রাত,
পূর্ণিমার চাঁদ;
শুধু প্রহর গোণা।
তুমি আমার
অনেক দিনের অনেক কথা
অনেক দুঃখের অনেক ব্যথা,
রঙ্গিন স্বপ্নের স্মৃতির পাতা।
উৎস: অন্যভুবন
উৎসর্গ: Farhan Ahmed Nil