
গাঙচিল (জয়)
আজ আমি কাঙ্গাল,
আজ আমি ভিখারি!
কী ভিক্ষা করি?
আজ আমি দ্বারে দ্বারে ভালোবাসার ভিখারি!
ভালোবাসা দিবে, একটু ভালোবাসা?
দরজার ওপার থেকে শব্দ আসে, “এখন না, পরে আসো!”
অন্য দরজায় গিয়ে বলি, “কেউ কি আছো একটু ভালোবাসা দিতে?”
ওপাশ থেকে আওয়াজ আসে, “ভালোবাসা না,
শরীরী কামনা মেটাতে পারলে দরজা খুলে দিচ্ছি।”
শুনে চমকে যাই!
ফিরে আসা নিজ বাসায়,
তবুও পোড়া এ মন ব্যাকুল,
ভালোবাসা পাওয়ার আশায়!
আবারো ছুটে যাই অন্যের দরজায়,
কান্না জড়িত কণ্ঠে আবারো ভালোবাসা চাই,
এবার শুনতে পাই, “ভিতরে এসো!
ভালোবাসা নিয়ে যাও!”
কাঙ্গালির মতো ছুটে যাই ভালোবাসার কাছে,
কিছুটা অভিনয়, কিছুটা ভালোলাগা দিয়ে শরীর কামনা মিটিয়ে বলে,
“এবার যাও! আমি তো আমার তৃষ্ণা মিটিয়েছি!”
বুক ভরা হাহাকার নিয়ে ফিরে আসি।
স্রষ্টাকে বলি, “এ কেমন তোমার দুনিয়া?
একটু ভালোবাসাও কি আমার জন্য নেই?”
বিরাজ করে নীরবতা, কোন উত্তর নেই!
অবশেষে ভাবনা,
ভালোবাসা আমি আর পাবো না!
উৎস: অন্যভুবন