বন্ধুত্ব চেয়েছিলাম

মেঘ রাজ সাইমুন

আমি চেয়েছিলাম-

বন্ধুত্বের খোলা জালানায় হু হু করে

ঢুকে পড়ুক বিশ্বাসের পরিচ্ছন্ন বাতাস।

আমি চেয়েছিলাম-

বিচ্ছিন্নতার ঘাতক ছুরি যেন

আমাদের মধ্যে প্রবেশের দুঃসাহস না পায়।

আমি চেয়েছিলাম-

সৌহার্দ্যের সেতুর উপর;

আমাদের অবিনাশী নৃত্যের উজ্জ্বল মূদ্রা।

এখন আমাকে ফিরতে হচ্ছে,

বিধ্বস্ত পলাতক সৈনিকের মতো;

ইউনিফর্মত্যাগী অস্ত্রছাড়া স্বপ্নশূন্য।

তোমার সান্নিধ্যের বদলে-

কষ্টের আলিঙ্গনে আমার ওষ্ঠাগত প্রাণ;

তবুও তোমাকে খোঁজে বারবার।

উৎস: অন্যভুবন

উৎসর্গ: Obujh Ami

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.