
রুদ্রনীল
হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি,
জীবনের পথে হেঁটে চলেছি অবিরাম।
বহুক্ষণ জুড়ে, বহুদিন ধরে,
অজানার পথে ছুটে চলা।
ধু ধু ধূসর পথে
সম্মুখে আশার হাতছানি,
কোনদিকে ফিরে তাকাইনি,
কেবল হেঁটে চলেছি অবিরাম।
কিন্তু একী!
এ যে মরীচিকা!! আমার চলার সীমানা পেরিয়ে!
আবার অজানার পথে পা বাড়ান,
কেবল আশা নিয়ে প্রশান্তির প্রত্যাশায়।
জীবনের পথে শত হোঁচট খেয়ে,
আবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা।
জানি একদিন এ চলা শেষ হয়ে যাবে,
তবে জানিনা আমার গন্তব্যে যাবো কিনা!
তবুও ক্লান্ত পথিকের মত,
এ হেঁটে চলা চলবেই আমার, আমরণ।
উৎস: অন্যভুবন