ভালোবাসা তুমি

মেঘ রাজ সাইমুন

ভালোবাসা তুমি-

রবি ঠাকুরের অর্ধেক মানবী, অর্ধেক কল্পনা।

ভালোবাসা তুমি-

ভ্যালেনটাইনের লাল গোলাপ,

ভালোবাসা তুমি-

পার্কের মাঠে রমণীর হাসি।

ভালোবাসা তুমি-

মধ্য দুপুরের খাঁ খাঁ সীমান্তে ছ্যাকা খাওয়া প্রেমিকের লাল চোখ।

ভালোবাসা তুমি-

চায়ের টেবিলে প্রেম নিবেদন

ভালোবাসা তুমি-

কালবৈশাখী ঝড়ে উড়ে আসা অনূঢ়া মেয়ের ওড়না।

ভালোবাসা তুমি-

শ্রাবণে আকুল বৃষ্টি মুখোর ঝিরিঝিরি দিনে নিঃস্ব একাকিত্ব।

ভালোবাসা তুমি-

মায়াবতী নারীর হাতের নম্র পাতার মেহেদি রং,

ভালোবাসা তুমি-

আমার অবুঝ মনের মানুষের অপেক্ষারত প্রাণ।

উৎস: অন্যভুবন

উৎসর্গ: Sokal Sokal

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.