
বন্ধু প্রিয় মানুষ
ভালোবাসায় সুখের স্বপ্ন ছড়িয়ে,
হৃদয়ের গভীরে আছো তুমি,
সুখের বিন্দু বিন্দু কণায়,
ভালোবাসার নীরবতায়,
যতন করে রেখেছি তোমায় আমি।
হৃদয়ে যতটা ভালবাসা থাকে,
দুটি চোখ যতটা সুখের ছবি আঁকে,
অনুভবে ততটা ভাসে স্বপ্ন।
বুকের গভীরে তোমায় ঘিরে,
হৃদয় বাগানে শত ফুলের আসরে,
মিলনের আসবে কি সেই লগ্ন?
প্রশ্নের জাল বুনে দুনয়নের কোণে,
অশ্রু বিন্দু করে ছলছল,
না পাওয়ার কষ্টগুলো যেন,
তোমার বিরহে করছে টলমল।
বিরহের সুর যেন নীরব সুরে,
তোমায় ডাকে এই বুকের নীড়ে,
কাছে এস বন্ধু ভালোবাসায় ঘিরে,
হারাব দুজন সীমানা পেরিয়ে।
তোমাতে হারিয়ে শূন্য হব আমি,
নিঃস্ব হবে আমার পৃথিবীর সব,
ভালবাসার সবটুকু সুখের ছোঁয়ায়,
তুমি আমার সমস্ত অনুভব।
উৎস: অন্যভুবন