পূর্ণ আহ্বান

পরিশ্রান্ত পথিক

অদ্ভুত তিমির রজনী আজ,

নিকষ কালো দৃষ্টিকটু।

অন্ধ করেছে বিষাদ বিচ্ছেদ,

বিভীষিকাময় পলক কত।

সাথ দেয়নি লালিত মিত্র,

চক্ষুধারা মুছিয়া সদর্প।

উর্ধ্ব করি শির-বক্ষবীর,

ধ্বংসী আঁধার চিরে।

নক্ষত্র আলো দেখাইছে পথ,

পাড়ি দিব অন্ধমহল।

ফণা তুলিছে প্রকৃতময়,

নাহি ভয় আঁখিজল।

নয় এ শুধু নির্বাক নিশীথ,

পূর্ব আহ্বান বিজয়ীর।

রক্তিম সূর্য উঠিবেই,

মন পটে আসমানীর।

উৎস: অন্যভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.