
গাঙচিল (জয়)
খুঁজেছি তোমায় হেথায় সেথায়,
পদ্মার বালুচরে!
খুঁজেছি তোমায় মেঘের মাঝে,
সহস্র বছর ধরে!
খুঁজেছি তোমায় পিচঢালা পথে,
পাহাড়ি ঝর্ণা ধারায়!
খুঁজেছি তোমায় নীল আকাশে,
জ্বলজ্বলে ঐ তারায়!
খুঁজেছি তোমায় নদীর ধারে,
ফুটন্ত ঐ কাশে!
খুঁজেছি তোমায় শীতের রাতে,
শিশির সিক্ত ঘাসে!
খুঁজেছি তোমায় দিগ্বিদিকে,
কুসুমের ঐ ঘ্রাণে!
খুঁজেছি তোমায় বসন্তে,
মাতাল সমীরণে!
পাইনি তবু কোথাও তোমায়,
পাবোই বা কী করে?
চুপটি করে লুকিয়ে ছিলে,
আমার হৃদমাঝারে!
উৎস: অন্যভুবন