
শুভ্র
খুব যতনে বুকের কোণে
তোমায় চাওয়ার অনেকখানি লোভ!
খুব আবেগে মনের কোণে
না পাওয়ার আকাশ সমান ক্ষোভ!
চন্দ্র সূর্য নক্ষত্ররা আজকে তোমার,
শুধুই তোমার হোক!
তোমার তুমি, আমার তুমি
মিলে মিশে একটা আমরালোক!
উৎস: অন্যভুবন
শুভ্র
খুব যতনে বুকের কোণে
তোমায় চাওয়ার অনেকখানি লোভ!
খুব আবেগে মনের কোণে
না পাওয়ার আকাশ সমান ক্ষোভ!
চন্দ্র সূর্য নক্ষত্ররা আজকে তোমার,
শুধুই তোমার হোক!
তোমার তুমি, আমার তুমি
মিলে মিশে একটা আমরালোক!
উৎস: অন্যভুবন