
রুদ্রনীীল
১। ঈদ মোবারক ঈদ মোবারক জানাই সকলে,
ভালো আছ আশা করি আছ কুশলে।
বন্ধু, ঈদ মোবারক…
২। রমজানের সেই ঈদের সময় এসেছিলাম ভাই,
কোরবানিতেও বাদ যাব না তাই সালামো জানাই।
ভাই, ঈদ মোবারক…
৩। অন্য ভুবন আমাদের সকলের ভালোলাগার পেজ,
শুভেচ্ছা, ভালোবাসা বন্ধু সকল হবে অনিঃশেষ।
বন্ধু ঈদ মোবারক…
৪। কোরবানির এই ঈদ এর মানে জানো কি তুমি,
কোরবান হল ত্যাগ তিতিক্ষা আল্লাহ্রও সন্তুষ্টি।
ভাই, ঈদ মোবারক…
৫। সামর্থ্যবান সকল লোকের কোরবানি ফরয,
দিনটা কিন্ত ১০ তারিখে মাসটা হজে জিলহজ!!
বন্ধু, ঈদ মোবারক…
৬। অধিক দামেই পশু কিনলে হবে না রে ভাই,
বনের পশুর সাথে সাথে মনের পশু কুরবান হওয়া চাই।
ভাই, ঈদ মোবারক…
৭। লোক দেখানো কুরবানি ভাই দেয়া খুব সহজ,
বৃথা চেষ্টা হবে তাতে কেবল আনন্দ উৎসব।
বন্ধু, ঈদ মোবারক…
৮। যে জিনিসের সাথে আমার আত্মার সম্পর্ক ,
তাকে ত্যাগ করা মানে সর্বোচ্চ উৎসর্গ।
ভাই, ঈদ মোবারক……
৯। সেই সর্বোচ্চ ত্যাগ করার জন্যই তো এই ধর্মীয় নির্দেশ।
যুগে যুগে কালে কালে কোরবানির রয়ে যাবে রেশ!
বন্ধু, ঈদ মোবারক…
১০। প্রিয় স্বত্তা জবাই করে করছে সবাই ঈদ,
বনের পশু ছাড়ল প্রাণ হারিয়ে, বইছে তার ইঙ্গিত।
ভাই, ঈদ মোবারক…
১১। জবাই করা পশুর গোস্ত সমান ভাগ হবে,
মানুষ মানুষে সব ভেদাভেদ এমনই নেভাবে!!
বন্ধু, ঈদ মোবারক…
১২। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহরও আদেশে
প্রাণের প্রিয় নিজ পুত্র নিয়ে চলে কুরবানির উদ্দেশ্যে!!
ভাই, ঈদ মোবারক…
১৩। নবী ইব্রাহিম পাষাণে বেঁধে বুক শোয়ায় পুত্ররে,
আল্লাহু আকবর বলে নিয়ে ছুরি চালায় তার গলে ।
বন্ধু, ঈদ মোবারক…
১৪। নবী যখন ছুরি চালাইল নিজ পুত্রেরও গলে,
ধরণি হইল উত্তাল, মাতম শুরু হয় সৃষ্টি মাখলুকে।
ভাই, ঈদ মোবারক…
১৫। নয়ন মেলে দেখেন নবী, পুত্র দাঁড়িয়ে তাঁর পাশে,
খোদার কুদরতি পশু তাহার ছুরিরও নীচে।
বন্ধু, ঈদ মোবারক…
১৬। খোদা বলেন ওহে বৎস ইব্রাহীম আমার,
কবুল করেছি আমি কোরবানি তোমার।
ভাই, ঈদ মোবারক…
১৭। প্রেমের নিশান জ্বালালে ইব্রাহীম খোদারও উপর,
চারিদিকে ধ্বনি তুলে বাজিল মিলনের কলরব।
বন্ধু, ঈদ মোবারক…
১৮। ধন্য নবী তুমি সৃষ্টির মাঝারে, তুমি আল্লাহ্রও আশেক
কলরবে ধ্বনি তোল লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক!!
ভাই, ঈদ মোবারক…
১৯। আজ আসি তবে এই ভবে আছি যতদিন,
দোয়া করো বন্ধু ভালো হয়ে থাকি যেন ততদিন।
বন্ধু, ঈদ মোবারক…
২০। তোমাদের ঈদ এর খুশি হাসাহাসি ভাগাভাগি করে,
সুন্দর সমাজ, কোমল মন করে নিয়ো গড়ে।
বন্ধু, আল্লাহ হাফেয…
উৎস: অন্যভুবন