
রুদ্রনীল
ঘুম ঘুম এই রাত,
হাতে ধরে ওই হাত।
কেটে যাবে নিশ্চুপ,
আমি অরূপ তুমি রূপ।
ক্ষণে ক্ষণে ক্ষনিকালয়,
আলোকিত আরও মধুময়।
দুজনে হারাবো শুধু দুজনায়,
আমি তুমি আর কেউ নয়।
আকাশের ওই জোছনায়,
মায়াময় নীল চাঁদোয়ায়।
প্রিয় তুমি প্রিয়তমো,
কপোল ছুঁয়ে অধর চুমো।
সঙ্গী হল মাতাল হাওয়া,
পূর্ণ আজ তোমায় পাওয়া।
আকাশের ওই চাঁদ,
ঘুম ঘুম তুমি আমি আর রাত।
উৎসঃ অন্যভুবন