
রুদ্রনীল
জগতের সব হাসি আনন্দ মলিন আমার কাছে,
প্রতারিত ভগ্ন এক হৃদয় নিয়ে ধূসর পৃথিবী আমার।
সব ভালোলাগা স্বতঃস্ফূর্ততা মুছে গেছে,
সব আলো, সব প্রেরণা, সব শক্তি নিভে গেছে।
মনের ভিতরে কষ্টের নীল বেদনার তীব্র বসবাস,
আর থেমে থেমে বের হওয়া রুদ্ধশ্বাস।
আমি চাইনা এ জীবন, কষ্টের অলিগলিতে চলন,
মুক্ত জীবন চাই, ফেলে সব দুঃখ কষ্টকে দিয়ে ছুটি।
নিজেকে ঠিক রাখতে কষ্ট হয়, প্রতারিত আমি একজন।
নিজেকে নিজে ঘেন্না হয়, আমি কেমন মানুষ,
কষ্টের সাথীকে এত ভালোবাসি!
পারিনা, আমি তবু পারিনা ভুলে থাকতে,
ভালবাসাকে ভুলে থাকতে…
উৎসঃ অন্যভুবন