
রুদ্রনীল
-আমার হাসি মনে আছে তো!!
-হুম, চিরকাল মনে থাকবে,
তোমার যে অট্টহাসি সে কি ভোলা যায়!
নাকি ভুলে যাওয়া সম্ভব?
-তাই! সত্যি তাই?
-মিথ্যা হতে যাবে কেন?
-না না, এমনি বললাম।
-উম! বলতে পারো কবিতার মত শোনালো।
কবিতা! না না কবিতা নয়,
তুমি একে নাম দিতে পারো গল্প
গল্পের নাম “মনে রেখো, মনে মনে”!
-বাহ, চমৎকার বলেছ তো!
আচ্ছা এবার বলো , আমার নীরবতা মনে আছে তো?
-নিশ্চয়ই! থাকবে না আবার!
সেই যে ভাবুক চেহারা ভোলা যায়! নাকি ভোলা সম্ভব?
অবশ্য ভোলা মন আমার, দোষ দিও না, প্লিজ!
তোমাকে একটা নাম দিয়েছি।
রাগ কর না। তোমার অমনধারা ভাব দেখেই তো
নাম দিয়েছি “আঁতেল”।
হুম, ঠিক তাই! আঁতেল।
-হা হা তা বেশ! সেটাই বা কম কিসে?
কেউ অনেক দিন পরে কোন নাম দিল জানো!
সেই যে নাম ছিল আমার “রোদ”
তারপর বহুদিন পরে আবার কেউ নাম দিল!
হোক না সে মন্দ, তবুও তো নাম!!
আঁতেল নামেই না হয় মনে রেখো সেই যে গল্পের মত
“মনে রেখো মনে মনে”!
উৎসঃ অন্যভুবন