
বন্ধু প্রিয় মানুষ
হৃদয়ে যার ভালোবাসার আকুলতায়,
শত আশার ফুল ফোটায়,
দুটি চোখের আঁখি পাতায়,
অভিমানে কালো মেঘের ছায়ায়,
বিবর্ণ কষ্ট ঘিরে রয় আপন মায়ায়।
নিকশ কালো কষ্ট মেঘের ছায়,
নীরবে ঢেকে যায় রুদ্রনীল,
বৃষ্টির দাগে তবু লিখে কাব্য,
খুঁজে নিতে জীবনের অন্ত্যমিল।
খুশির খেয়ালে কখনো সে হাসে,
আলোময় রোদের খেলায়,
স্বপ্ন বুননে কখনো হারায়,
গোধূলি সন্ধ্যে বেলায়।
রাতের নিবিড়ে কখনো হারিয়ে,
নিভে যায় সে একটু নীরবে,
চাদের আলোতে জোছনা সাজিয়ে,
ফিরে আসে সে স্বপ্নের অনুভবে।
স্বপ্ন শেষে ভোরের বেশে,
ফিরে আসে রোদেলা আকাশ রুদ্রনীল,
মেঘের পালকে নিজের অলকে,
অভিমানে সুখময় হয় সুখের মিছিল।
উৎসঃ অন্য ভুবন