দুটি মন

রুদ্রনীল

ঐ যে দেখছ রুপালী চাঁদ, এই যে নীল জোছনা দেখছ;

হয়তোবা ফুরাবে, হয়তোবা নিভে যাবে।

দিনের আলোয় সূর্যের যে প্রখরতা দেখছ, যে উজ্জ্বলতা দেখছ;

হয়তোবা মেঘের আড়ালে ঢেকে পড়ে রবে!

ওই যে শনশনিয়ে বাতাস বইছে, অনুভব করছ;

হয়তোবা এই শীতল মৃদুমন্দ, কিংবা ঝড়ো বাতাস থমকে যাবে।

এই যে ঝুম ঝুম বৃষ্টি ঝরছে ছুঁয়ে দেখো, পরশ মাখো;

হয়তোবা আকাশ বৈরি হবে, বৃষ্টিরা ছুটে পালাবে।

সন্ধ্যার পাখিরা নীড়ে ফিরে, মিষ্টি গান গাওয়া শুনছো;

হয়ত ক্লান্ত পাখিরা থামিয়ে দেবে গান, ফিরবেনা চেনা পথে।

সাগরের জলের উন্মত্ততা দেখেছ, তীর ভাঙ্গা নদী দেখেছো;

হয়তোবা থেমে যাবে নদীর জোয়ার, সৈকত আছড়ে পড়া ঢেউ ।

তবু মনে রেখো, মনে রেখো…

আমার এই ভালোবাসা ফুরাবেনা, হারাবেনা,

থেমে যাবেনা, নিভে রবে না, ঢাকা পড়ে যাবে না, থমকে রবে না,

ছুটে পালাবে না, চেনা পথ হারাবে না,

কেবল মনে রেখো দুটি হৃদয় হারাবে, দুটি মন জড়াবে,

ভালোবাসি ভালোবাসি…আর কিচ্ছু জানিনা, জানতে চাইনা…

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.