
রুদ্রনীল
ছিন্নভিন্ন করে জীবনের স্বপ্ন বিশ্বাস,
পায়ে দলিয়ে প্রলাপ ভালোবাসার,
নশ্বর অনুভূতি কেটেকুটে ,
শত ভাগে ব্যবচ্ছেদ করে,
নষ্ট হবো।
অনেক হল সুখের প্রত্যাশা,
অনেক হল আশা নিরাশা,
সব হিসেবের পাট চুকিয়ে
নিজের বোধ কে গলা টিপে পিসে মেরে,
পলাতক হবো, দাগী হবো।
নষ্ট হবো। নষ্ট হবো। নষ্ট হবো।
উৎসঃ অন্য ভুবন