
বন্ধু প্রিয় মানুষ
ফেলে আসা দিনের দুঃখ ভুলে,
ভালোবাসার দুয়ার খুলে,
এসেছে ফিরে একটি দিন।
ভুলে যাও যা হয়নি পাওয়া,
জীবনের কিছু চাওয়া,
বিষাদের পরশে যা হয়েছে বিলীন।
রঙ্গিন আলোর স্বপ্ন নিয়ে,
সুখের পাশে সুখ সাজিয়ে,
স্বপ্নিল হোক প্রতিটি দিন।
ভালোবাসার হৃদয় দিয়ে,
হাজার সুখের স্বপ্ন নিয়ে,
জীবনটা হোক দুঃখহীন,
শুভ জন্মদিন, তোমার শুভ জন্মদিন।
উৎসঃ অন্য ভুবন