
রুদ্রনীল
এই যে শুনছ, আকাশে আজ চাঁদ উঠেছে দেখেছ!
না কাজ করছি। চাঁদ দেখার সময় নেই বুঝছ?
আকাশে রুপালী চাঁদ উঠছে ছাদে গিয়ে দেখ,
আমি আসতে পারি যদি ডাক,
হয়তো নীল না হয় নীলাভ হয়ে!
পাগল! কি যে বল না তুমি!
সত্যি বলছি!
চল ছাদে যাই। আজ চন্দ্র বিলাস হবে।
ধুর, ওসবে আমার হবে না।
হবে… আমি বলছি হবে…
কিভাবে হবে? আমি তোমার বিপরীত যে!
বৈপরীত্য দিয়ে সেতু গড়ব, বন্ধন তার নাম
বুঝছ, পাগল?
উৎসঃ অন্য ভুবন