
অর্কন অরিদ্র রোজারিও
কেউ কি আছেন, রক্ত দেওয়ার মতন
জরুরী ভিত্তিতে রক্ত প্রয়োজন।
রক্তের গ্রুপ বি পজেটিভ।
আমি আবারও বলছি, রক্তের গ্রুপ বি পজেটিভ।
আমার মায়ের জন্য রক্তের প্রয়োজন,
জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন।
কেউ কি আছেন রক্ত দেওয়ার মতন
আমার মা মুমূর্ষু অবস্থায়
মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে।
তাকে বাঁচতে দেবে না এই সমাজ এই দেশ।
আমার মাকে বাঁচাতে রক্তের প্রয়োজন
রক্তের গ্রুপ বি পজেটিভ
এর আগেও আমার মাকে একবার রক্ত দেওয়া হয়েছে
সে বার আমার মাকে রক্ত দিতে ছুটে এসেছিল
ত্রিশ লক্ষ জনতা।
সে বার আমার মাকে আগলে রেখেছিল দুই লক্ষ মা বোন।
সেই মা আজ আবার মৃত্যুশয্যায়।
তাকে বাঁচাতে রক্তের প্রয়োজন।
রক্তের গ্রুপ বি পজেটিভ
আমার মা আজ বিধ্বস্ত,
তার প্রতিটি শিরায়, শিরায়
রক্তের কণায় কণায় স্থান করে নিয়েছে
দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ
আমার মাকে বাঁচাতে খাটি রক্তের প্রয়োজন।
যে রক্তের স্রোতে ভেসে যাবে দূর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ।
কেউ কি আছেন রক্ত দেওয়ার মতন?
আমি বিশ্বাস করি আমার মায়ের সূর্য সন্তানেরা আজ ও বেঁচে আছে,
আমি আমার মায়ের আর্তনাদ আর সহ্য করতে পারছি না
আমার মাকে বাঁচান।
রক্ত চাই, বিশুদ্ধ রক্ত।
কেউ কি আছেন
রক্ত দেওয়ার মতন
রক্তের গ্রুপ বি পজেটিভ।
আমি আবারও বলছি রক্তের গ্রুপ বি পজেটিভ।
উৎসঃ অন্য ভুবন