প্রণয়ের আকাশে অসুখ

সজল আহসান

আকাশ,

তুমি কি এখনো পথ চেয়ে থাক আমার ফেরার অপেক্ষায়?

এখনো কি ঘুম-ভাঙ্গা গভীর রাতে কোলবালিশে জড়ানো ফোনালাপে ভোর কাটাতে ইচ্ছে হয় তোমার?

এখনো কি বর্ষার ক্ষণে ঝরে পড়া বিরহী কদমফুল মুঠো ভরে নিয়ে আমার সম্মুখে দাঁড়াতে মন চায়?

কিংবা নিঃশ্বাস ছেড়ে ছেড়ে আসা বৃষ্টির আনমনা গল্পে আমার হাত ধরে সিক্ত হতে সাধ জাগে?

জানি, তোমার ইচ্ছের মাঝে আমার ভাটা পড়া স্মৃতিরা আর জেগে ওঠে না,

তোমার স্বপ্নের ভেতর আমার মন-পাখিটা আর ডানা ঝাপটায় না,

হয়তো জীবনের এ অজানা পথে কোন এক আগন্তুক তোমার পথের সঙ্গী হয়ে তোমায় নিয়ে বেঁধেছে স্বপ্নের বাসর।

আকাশ,

তোমায় আজও ভালবাসি বলে আমার কষ্টের গায়ে জমাট বাঁধা নোনা জল,

নিভৃত যাতনায় এখনো বালিশে মুখ লুকাতে হয়।

তোমার প্রতীক্ষার বিষফোঁড়া দাবানল হয়ে আমার বুকে আছড়ে পড়ে ব্যথার বসতি গড়ে তোলে,

আজ আমার ভাগ্যের দিনলিপিতে প্রবহমান ভুলের প্রহরের ক্রান্তিকাল,

না পাওয়া আক্ষেপের দংশনে সত্যের গর্ভে আমি তলিয়ে যাই ক্ষণে ক্ষণে।

জানো আকাশ,

মাঝে মাঝে তোমার শরীরের মোহিত করা গন্ধ বাতাস বেয়ে আমার কাছে ছুটে আসে।

তখন তোমার আধশোয়া শরীরটার ভালবাসা ছুঁয়ে দেখতে বড্ড ইচ্ছে করে,

ভয়ানক দেহ তৃষ্ণায় কাতরায় আমার নগ্ন চাওয়া।

ঠিক তখনি, তখনি পাঁজর ভেঙ্গে ডুকরে ওঠা বোবা কান্নারা জানিয়ে দেয় তোমার হারিয়ে যাওয়ার খবর।

খসে পড়া তারাটির মতই আমার স্বপ্নগুলো মন থেকে খসে খসে নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়,

বুকের জমিনে গর্জে ওঠা আকস্মিক প্রলয়ের কম্পনে থেমে যায় প্রণয়ের সুর,

বিরহের খরতাপে পুড়তেতে পুড়তে আমি আটকা পড়ি বেদনার শিকলে।

চোখের নিচের গাঢ় কালো দাগ মুছে যাওয়ার আগেই বৃষ্টিরা বিদায় নেয়,

বিষণ্ণতার রুদ্ধতায় ভেঙ্গে যাওয়া দুগালের মাংসপিণ্ড তিরস্কার করে বুঝিয়ে দেয় তোমার অস্তিত্বের পতন।

আকাশ,

তোমায় ভালবাসি বলে আজ আমার প্রণয়ের আকাশে মৌনতার প্রহসন।

শুধু তোমার কারণে আমার হাসির উৎসগুলো দিন দিন বিরল হয়ে যাচ্ছে,

সুখের উঠানে নির্লজ্জ দুঃখেরা দামামা বাজিয়ে রাজত্ব করতে মশগুল,

হৃদয়কে ঝাঁঝরা করতে দল বেঁধে আসা কষ্টের মিছিল মনের দরজায় কড়া নাড়ে সময়ে অসময়ে,

কান্না-হীন পিপাসায় আমাতে বাস করা যাতনাগুলো মূর্ছা যায় নিরবধি।

আমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকতে থাকতে তারাও বুঝি আমায় ভালবেসে ফেলেছে।

তবুও তুমি বুঝলে না আমায় আজও,

জানি বুঝবে না আমায় কোনদিন।

দেখবে না কখনো আমার তোমার মাঝখানে জায়গা করে নেয়া দূরত্বের বিস্তার,

শুনবেনা আমার দেহত্যাগী স্বপ্নের বাক-হীন চিৎকার,

জানবে না কখনো আমার ভেজা চোখের অন্তরালের অসুখ।

আকাশ, শুধু একবার আমার নিঃশ্বাসটা ধার নিয়ে নাও আমি বাতাসে মিশে যাব।

শুধু একটা বার আমার কষ্টগুলো ছুঁয়ে দাও তুমি, আমি কেঁদে শান্ত হব।

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.