
বন্ধু প্রিয় মানুষ
রাত্রি আজ সেজেছে জোছনায়,
নীরবতায় হয়েছে সে নিশ্চুপ,
রাত জাগা আকাশের তারা,
জেগে জেগে দিশেহারা,
বলছে কেন তুমি চুপ?
রাত্রি বলছে বল না কথা,
ভেঙো না এই নীরবতা,
সে আজ এসেছে ফিরে
অনেকটা সময় পেরিয়ে,
সুখের ভেলায় আমার হৃদয় নীড়ে,
নীরবতার সবটুকুই যে তাকে ঘিরে।
কে, যাকে ভালোবাসায় রেখেছ জড়িয়ে?
আশার ফুল গুলো দিয়েছ ছড়িয়ে,
সে যে এক টুকরো ক্ষণিকের সুখ,
একটুখানি সুখের লগ্ন,
স্বপ্ন সে আমার স্বপ্ন।
উৎসঃ অন্য ভুবন