
পরিশ্রান্ত পথিক
ধূসর সাদায় পেলাম, তোমার ঠিকানা।
শুভ্র ছটায় চিরল.পাতায় জানো না।
নীলাম্বরী নীলের ভেলায়,ভাসছে সাদা মেঘ।
বৃষ্টির প্রহর গুনছে,মার্তণ্ড ঐ দেখ।
বললে,সবাই শরত মাঝে,তোমায় দেখা পাই।
বারোমাসেই থাক তুমি, তোমায় চিনে নেই।।।
উৎসঃ অন্য ভুবন