কোণ আইসক্রিম

রাজ রেহান

পান্থপথে যাচ্ছি আমি,এখন গুলিস্তান

পাশের সিটে ভাইয়া আপুর প্রেমাভিন্ন প্রাণ।

বলছে প্রেমী প্রেমিকটাকে করলে কেন দেরিI?

তোমায় ছাড়া একলা একা থাকতে কি গো পারি!

বলছে তারা যেসব কথা বাজছে আমার কানে।

ভালোবাসার জোড়া শালিক,দুই দেহ একপ্রাণে।

দেখছে তারা স্বপ্ন হাজার,গাইছে কত গান।

যুবার কাঁধে যুহির মাথা,অভিন্ন হৃদয় প্রাণ।

হঠাৎ জ্যামে আটকে গেছি,আজব শহর ঢাকা,

কি আর করা, ঊর্ধ্বে চেয়ে কল্প ছবি আঁকা।

আকাশ বুকে আঁকছি কত কল্পনারস সুখ!

প্রেমিক-যুগল তখন দিল কোণ আইসক্রিমে মুখ।

একটি শিশু উঠল বাসে ভিক্ষা চাওয়ার লাগি,

২ টাকা দেন ও দাদা ভাই,২ টাকা দেন ভাবি।

রাজযোটক এর রানি বলে,ছ্যারা করিস না ঘ্যানঘ্যান,

পথের শিশু পা ধরে কয়,আপা ২ টা টাকা দেন!

পটের রানি গেল চটে,ময়লা হাতে ধরলি আমার গায়??

নাক উঁচিয়ে বলল,”ওয়াক”এদের দেখলে গা গোলায়। ।

বাক বিতণ্ডা করতে গিয়ে আপুর পড়লো কোন আইসক্রিম।

বেজায় চটে মারল লাথি, আপুর করছে গা ঘিনঘিন।

অবাক হয়ে দেখছি চেয়ে,ধরল মাথা ঝিম।

অনাথ চোখের জলের চেয়েও দামি, একটি কোন আইসক্রিম।

কোন আইসক্রিম সালাম তোমায়, তুমি অনেক মূল্যবান

অনাথ অশ্রুকণার চেয়ে, তোমার ঊর্ধ্বেতে স্থান।

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.