প্রত্যাশা

মেঘ রাজ সাইমুন

তুমি একজন শুধু আমার পক্ষে থেক,

আমি এই বিশাল পৃথিবীর বিপক্ষে দাঁড়াব।

পৃথিবীর সর্বশেষ ভবঘুরে মানুষটি হয়ত

একদিন ফিরে যাবে কোন এক আপন নীড়ে!

কিন্তু তুমিহীন এই আমি আর কোথাও ফিরব না।

ভালোবাসা পেয়ে যদি হারাই

ডারউইন অভিশাপ কর,

আমি যেন ফের সেই নিরেট বানর হয়ে যাই।

আমার কোথাও কোন সঞ্চয় নেই,

থাকবে না কখনও,

এসবে আমি অদক্ষ বড়।

অপচয়ে পাকা, সেই সূত্রে বড় শয়তানও নাকি!

শৈশবের খুব ঘনিষ্ঠ মিত্র আমার।

জানো? সেই আমি এখন খুব ব্যস্ত!

শুধু তোমার নামে পৃথিবীর সকল ব্যাংকে

খুলেছি সুন্দর সবুজের এক হিসাবের খাতা।

যেখানে দিয়েছি জমা ভালোবাসা লেখা;

অগণিত নিরঞ্চক

তুমি সমগ্র জীবন যেমন খুশি তুলে নিও।

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.