
Huckleberry Finn
শরৎ এসেছে বাংলায়,
নির্ঘুম পাহাড়, নদ পার হয়ে।
শুভ্র কাশফুলে জেগে উঠেছে,
রাস্তার পাশ বাংলার মাঠ ঘাট।
.
গন্ধহীন কাশফুলের ঘ্রাণে হয়ে মাতাল,
নীল আকাশের শুভ্র
মেঘের ভেলায় ভেসে বেড়াই।
.
ঝরে পড়ি,
সদ্য ফোটা ছাতিম ফুলের পাপড়িতে,
রাত্রি শেষে
হয়ে সকালের শিশির।
উৎসঃ অন্য ভুবন