বস

রাজ রেহান

আমার ভালোবাসার মানুষ, বলি তারে বস।

বাহিরটা তার কুমড়াপটাশ, ভিতর চিলি সস।

একটু হলেই দেখাবে সে কথায় কথায় রাগ,

ইট পাথরের মানুষ ওটা, জানে না সোহাগ।

ইচ্ছে জাগে বস বেটারে বাঁদর করে নাচাই,

বস হবে মোর হাতের ঘুড়ি, আমার হাতে নাটাই।

আমি একটু রাগ দেখালে, দাঁত কেলিয়ে হাসে।

আমি জানি, মনে মনে সে আমায় ভালোবাসে।

মুখে সেটা বলবে নাকো, পাছে ছ্যাকা খায়।

বসের সাথে লটরপটর আমার করতে যে মন চায়।

ইচ্ছে করে বসের সাথে রিকশা চেপে বসি,

ভোঁদড় ছানার মত তাহার কোলটি ঘেঁষে বসি,

ইচ্ছে করে,পেটুক বসের পেটে মারি ঘুষি,

ভাবি আমি ওই পেটুকরে কেন ভালোবাসি? ??

মাঝেমাঝে একা একা আয়না দেখে হাসি।

পতলু হয়ে মটুর গলায় দেব প্রেমের ফাঁসি।

বসটা আমার রাগি হলেও সহজ সরল মুখ

তাই তো তারে ভালোবেসে, পাই যে স্বর্গসুখ।

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.