
বন্ধু প্রিয় মানুষ
যদি প্রশ্ন কর তুমি আমায়,
কতটা ভালোবাসি তোমায়,
উত্তরে বলব একটি কথাই,
ভালোবাসা দিয়ে যতটা ভালবাসা যায়,
ততটা ভালোবাসি তোমায়।
যদি প্রশ্ন কর তুমি আমায়,
কতটা সময় ভাবি তোমায়,
উত্তরে বলব একটি কথাই,
নিঃশ্বাসের ছোঁয়ায় যতটা সময় প্রাণটা বেঁচে রয়,
ততটা সময় ভাবি তোমায়।
তবুও যদি প্রশ্ন কর তুমি আমায়,
কতটা আপন ভাবি তোমায়,
উত্তরে বলব একটি কথায়
বুকের ভেতরে যেমন করে
এ হৃদয়টা লুকিয়ে রয়।
যদি প্রশ্নের তীরে রক্তাক্ত কর আমার এ হৃদয়,
উত্তরে বলব একটি কথাই,
ভালোবাসি ভালোবাসি শুধুই তোমায়।
উৎসঃ অন্য ভুবন