তুমি

মেঘ রাজ সাইমুন

তুমি আমার স্বপ্নের দোলায় দোলায়িত একগুচ্ছ রজনীগন্ধা,

তুমি ফিরতি পথে রাখালের বাঁশির সুরের মাতাল সন্ধ্যা।

তুমি চাঁদনী রাতের শিশির ছোঁয়া স্পর্শ হিমেল,

তুমি হালকা কুয়াশা ঘেরা শীতের ঐ গোধূলী বিকেল।

তুমি বসন্তের ফাল্গুন মাস,

তুমি আমার হৃদয়ের সুখের পূর্বাভাস।

তুমি শিল্পীর হাতে রঙ্গের তুলি,

তুমি আমার প্রেমের প্রথম বুলি।

তুমি গ্রীষ্মের ক্লান্তিময় নির্জন দুপুর,

তুমি ছোট্ট খুকুর পায়ের নুপুর।

তুমি মেঠোপথে কোন বাউলের আত্মভোলা গান?

তুমি কোন স্রোতস্বিনীর নদীর কলতান?

তুমি শ্রাবন গগণে মেঘের ঘনঘটা,

তুমি সন্ধ্যার আকাশের আবীরের ছটা।

তুমি পড়ন্ত বিকেলে গোধূলী ক্ষণ,

তুমি আমার অস্থির চঞ্চল মন।

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.