
নীল সাগরের জলদস্যু
অনেকদিনের ইচ্ছে,
তোমাকে নিয়ে কবিতা লিখার।
কিন্তু কোন অধিকারে? তুমি যে অন্য কারো!
যখনি কলমের ডগা দিয়ে
তোমার নাম অঙ্কিত হয়,
তখনি তোমার মুখচ্ছবিটা সামনে চলে আসে।
ভাবতে পারি না,
লিখতে পারি না।
কীভাবে ভাবব?
কোন অধিকারে?
তুমি যে অন্য কারোর।
হৃদয়ে যখন তুমি ছিলে,
অনেক কবিতা লিখতাম
তোমাকে নিয়ে,
কিন্তু আজ তুমি নেই, কবিতাগুলোও নেই।
নতুন করে লিখতেও পারিনা,
তোমাকে নিয়ে,
তুমি যে অন্য কারোর।
কিন্তু আজো কবিতা লিখি,
ভালোবাসার নয়,
কষ্টের।
কি নিদারুণ যন্ত্রণা!!!
তোমাকে হারানোর কষ্ট।
————————–
কবিতা: স্বপ্ন
কি স্বপ্ন দেখেছো তুমি
আমি তার কিছুই জানিনা।
…প্রতিধ্বনি?
সে তো ওঠে পাহাড়ের নিথর পাথরে।
ঘুমন্ত তোমার চোখে
পালকের হালকা এক হাত
শুধু আমি।
উৎসঃ অন্য ভুবন