
বন্ধু প্রিয় মানুষ
তোমাকে বলার ছিল,
আমার যত কথা,
আমার হৃদয়ের
যত আকুলতা,
তোমাকে বলার ছিল,
তোমাকে নিয়ে লেখা,
ভালোবাসার একটি কবিতা।
চোখে চোখ রেখে চোখের ভাষায়,
তোমাকে বলার ছিল,
রেখেছি তোমায়,
আমার হৃদয়ের আঙিনায়।
তোমাকে বলার ছিল,
প্রিয় বন্ধু আমার,
নিঃশ্বাস করে রেখেছি,
আমার এ বুকের ভেতর।
সবই ছিল তোমাকে বলার, হল না তবু বলা,
হাতে হাত রেখে হল না তবু,
দুজনে একই পথে চলা।
না বলা কথার আড়ালে,
হারালে তুমি,
ভালবাসাহীন ভালোবাসায়,
একাকী নীরব আমি।
উৎসঃ অন্য ভুবন