বন্ধু ভালোবাসা

রুদ্রনীল

তোকে আমি অনুভুতিহীন বলি কেন জানিস!

এই এ জন্যেই!

তুই কি বুঝিস না? জানিস না আমার মনের কথা?

আমার ভালো লাগার মুহূর্তগুলোতেও তুই, তুই খারাপ লাগাতেও,

চোখের জলেও তোরে খুঁজে পাই, বুঝবি না কোনদিন?

অনুভূতিহীন জড় তুই! তুই মন ছাড়া, তোর হৃদয় নেই!

নেই!

বন্ধু তুই, ভালোবাসা তুই,

কেন তুই ভালোবাসা! বুঝিস?

আমি খুঁজি তোরে, আমার সারাবেলায় সকল কাজে

প্রতিটি ব্যস্ততামুখর দিনে, অলস দুপুরে, ক্লান্ত বিকেলে।

যখন ক্লাসে থাকি, ভাবি তোর কথা, কী করিস তুই তখন?

বন্ধুদের সাথে আড্ডা নীরস মনে হয়, মনে মনে তোরে ভাবি। 

তুই যে আত্মার আত্মীয়

পরম আপনজন তুই! তুই বন্ধু ভালোবাসা!

সকল বন্ধুদের থেকে তুই সবার উপরে,

অনেক উপরে, ভালোবাসি অন্তর দিয়ে।

কিন্তু তুই? তুই কি বুঝিস এ ভালোবাসার অনুভূতি?

না বুঝিস না! তুই তোর নিজেকে নিয়েই ব্যস্ত

আমার কথা ভাবার সময় কই!

আর দশটা বন্ধুদের সাথে আমাকে গুলিয়ে ফেলিস !

কিন্তু জানিস তো জীবনে একজন খুব কাছের মানুষ দরকার

সবাইকে কে না ওই এক পাল্লায় মাপতে নেই রে!

তাইতো কাঁদি, চোখে জল আসে

মাঝে মাঝে ক্ষেপে গিয়ে কত কী বলি! কসম করি নিজেকে নিয়ে…

কিন্তু কই? আমিতো পারিনা!

যতই দূরে যেতে চাই ততই কাছে টানিস,

মনটা কেমন যেন মোচড় দিয়ে উঠে যখন দেখি তোর মুখ মলিন।

তাইতো বারবার নিজেকে হারাই, পরাজিত হই নিজের কাছে।

তোকে জয়ী করি, তোর কাছে ফিরেছি

তুই যে বন্ধু ভালোবাসা

ভালোবাসি তোকে বুঝিস!

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.