
রুদ্রনীল
টলটলে, স্রোতস্বিনী, নদীর মত উছলে পরা ঢেউ;
মনেতে ছিল না সে, ছিল না মোর কেউ।
পাখপাখালি, সবুজপাখি, কিচিরমিচির গান;
আমার প্রতি তার অনুরাগ, ছিল না মোর টান।
ঝুমঝুমিয়ে বৃষ্টি ঝরে, ঘরে রয়না মন;
ডাকত সে সারাবেলা, দিতাম ফিরিয়ে প্রতিক্ষণ।
বলেছিলাম সেদিন আমি, হারিয়ে যা তুই;
থাকতে দে একলা আমায়, একলাই সুখ ছুঁই।
অভিমানী বন্ধু আমার, মিস করছি এখন যারে;
ফিরে আসুক আবার সে, হারায়ে খুঁজি তারে!!
উৎসঃ অন্য ভুবন