
পরিশ্রান্ত পথিক
যাচ্ছি আমি চলে,
চেনা পান্থপথ ধরে।
নিম্নমুখ উদাসী চোখ,
কাঁপছে কেন দুরু বুক।
হাসছ তুমি!
হেসো না, এ বড্ড জ্বালা, বেদনাসিক্ত এ পথচলা।
বুঝবে কি আর তুমি,
এই রিক্ততা, ব্যর্থ, গ্লানি।
জানি বুঝবে সেদিন,
আমি থাকব না যেদিন।
উৎসঃ অন্য ভুবন