রুদ্রাক্ষের রুদ্রতাল

রাজ রেহান

রাজ: রুদ্র, তুমি চেয়ে দেখ!

ফুলগুলো সব আর্দ্র সুকোমল।

স্নিগ্ধ দিঘীর দিঘল জলে, শুভ্র শতদল।

রুদ্র: তোমার শ্যামল অধরধারে, মিলন মধুর হাসি।

আমি রুদ্র অগ্নিমালা, তোমায় নাইবা ভালবাসি।

রাজ: তোমার অগ্নিমালার অগ্নিশিখা, আমার অশ্রুজলে যাবে নিভে,

রুদ্র তুমি আমার বুকে, ভালোবাসার অক্ষ হবে।

রুদ্র: আগুন আমি, উন্মাদ আমি, আমি রুদ্রতাল;

আমার অগ্নিনৃত্যে তুমি পুড়ে হবে কঙ্কাল।

রাজ: সহস্রবার পোড়ে বলেই স্বর্ণ এত দামি।

তোমার অগ্নি আমার স্বর্গসম, জানে অর্ন্তযামী।

রুদ্র: তোমার অশ্রুতাপে আমার আগুন উঠবে দ্বিগুণ জ্বলে। অশ্রুধারায় ভাসবে তুমি,মরবে অন্তরালে।

রাজ: অশ্রু আমার বাষ্প হবে তোমার অগ্নিরোষে,

এইতো আমার পরম পাওয়া, থাকবে আমায় মিশে।

রুদ্র: রুদ্রবক্ষে বাষ্পরথের বাষ্প রুদ্ধ শ্বাস।

কেমন করে অগ্নিবুকে করবে বসবাস।

রাজ: যেমন করে ফুলশরীরে,সুগন্ধি মিশ্রণ

তেমন রুদ্রবক্ষে আমি স্মিত আবরন।

রুদ্র: অগ্নিশিকল শিথিল হবে, রাজের ভালবাসার ভারে।

এমন করে বললে কথা রুদ্র যাবে যে সৎকারে।

রাজ: জেনে বুঝে নিলাম বুকে অগ্নিমালাখানি,

রুদ্রাক্ষের রুদ্রতালের রাজহংস আমি।

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.