
রাজ রেহান
তোমার কঠোরতার তাপ।
আগুন থেকেই যদি জ্বলে দিপালোকের আলো,
আমার চোখের জলেই নেব অমৃত রসালো।
আমার শুভ্র কমল দিলাম তোমা যুগল চরনতলে।
ঠাঁই পাবে কি এ ফুল তোমার পাষাণ পদতলে?
তোমার পাষাণ পায়ের কাছে শতপুষ্পা আবরণ,
পূজারীর ভিড়ে ঠাঁই পাবে কি আকুল নিবেদন।
আমার বুকের রক্তজলে রাঙাই তোমার পা।
এই নিবেদন তবুও আজ ঠাঁই কি পাবে না?
নিবে না কি এই আরতি অসীম দয়াভারে?
দৈন কাঙাল বলে কি গো ফেলে দেবে দ্বারে।
মহাবলে মহাতেজে সুন্দরতম রাজ,
নেবে না কি এই পূজারীর হৃদয় উজাড় তাজ?অধম ভৃত্য দাঁড়ায়ে আছি দেবতামন্দিরে,
এ আকুতি বুঝবে কি গো পাষাণ কঙ্করে?
শুনবে কি গো পাষাণ দেবা, আমার প্রতাপ।
অশ্রুকণায় ভিজবে কি গো
উৎসঃ অন্য ভুবন