
রাজ রেহান
তুমি আমার গোলাপ কাঁটা আমার কড়া কোমল
আমার বুকে ভালোবাসার উত্তাল হিন্দোল,
শতগুণে শক্তিধর তোমার হাসির তীক্ষ্ণ তরবারি
তোমার হাসির তীব্র ধারে বারেবারে মরি।
আমার মনের গহীন কোণে তোমার চিরকালের স্থান
প্রলয়ানন্দে নৃত্যোৎসব, রিনিঝিনি রনঝন!
নাচে কথ্যক, নাচে ভরত, চরণে মঞ্জরী ঘূর্ণি
মৃদঙ্গের তালে নাচে এ মন, তুমি সম্রাট বর্নি।
ভালোবেসে বাঁধি তোমায়, আমার বাহুডোরে
আকাশপটে সূর্য যেমন উঠায় রাঙাভোরে।
আমার গলায়, কন্ঠে তুমি স্বর্ণলতার হার
কণ্ঠে তোমার তুলব যে সুর, বংশী বারেবার।
তুমি কার্তিক, তুমি জয়ন্ত, তুমি জয় জয় রাজ,
তোমার পাষাণ বক্ষজুড়ে আমার বসবাস,
তুমি সম্রাট, সীমান্ত তুমি, তুমি রাজ্যসম,
লোমশ বুকে আঙুল পরশ, হৃদয় হিন্দোলতম।
উৎসঃ অন্য ভুবন