
রাজ রেহান
ভালোবেসে দিলাম তোমায়
বকুলমালা খানি,
কর্ণকুপে কথা বাজে
অমৃতসুধা বাণী।
ভালোবেসে দিলাম তোমায়
প্রেমের মাল্যদান
না হয় তুমি ব্যথাই দিবে,
ব্যথায়পূর্ণ প্রাণ।
তবুও আমার ভালোবাসার
মালাখানি লও,
যোগ্য তোমার নই যে জানি,
না হয় ব্যথা দাও।
ফুল শুকিয়ে যাবে যেদিন,
হয়ত ফেলে দিবে,
পড়বে নাকো মনে তোমার,
কে দিয়েছে কবে।
ভালোবাসার মালাখানি হয়ত রবে
পথের ধারে,
তবুও তুমি মনের মাঝে রইবে
সারাজীবন ভরে।
এ আকুতি, নাওগো সখা
প্রেমের মালাখানি,
এতেই আমার সান্ত্বনা মন,
থাকবে নাকো গ্লানি।
উৎসঃ অন্য ভুবন