
রাজ রেহান
বাবা, আমি জানিনা, তবে ভাবি
আমার কল্পনাতে ভাসে তোমার প্রতিচ্ছবি।
আমি তোমার ভালবাসার ফসল ছিলাম কিনা,
নাকি তোমার ক্ষীণ সময়ের যৌন বাসনা।
ভালবাসার ফসলস্বরুপ তোমার বীর্য থেকে,
নাকি তোমার ভুলের মাশুল আমায় দিলে এঁকে।
বল, বাবা, বল?
মাথা নিচু করে কেন চোখদুখানি তোল?
আমার চোখে চোখ রেখে বল বাবা তুমি,
আজকে তুমি জবাব দিবে, কী দোষ করেছি আমি?
কেন তুমি পথের ধারে আমায় এমন ছুড়ে ফেলে?
জারজ নামের কাঁটাগুলো দিলে আমার জীবনজুড়ে।
কোন দোষেতে পথের ধারে আমার হল ঠাঁই,,
আজকে শুধু তোমার কাছে এটাই জানতে চাই।
পথের কাঁটা পথের পাথর, আমার পরিচয়
নষ্ট ভালোবাসার ফসল এমন কেন হয়?
তোমার ভুলের মাশুল কেন আমার বয়ে চলা,
জারজ নামক ভুল পরিচয় জীবনপূর্ণ ঝোলা।
আমি জারজ সন্তান নই, তুমি জারজ বাবা
ইচ্ছে করে বাঘের মতন তোমার বুকজুড়ে দেই থাবা।
উৎসঃ অন্য ভুবন