
রাজ রেহান
খানিক পূবে দ্বারেতে জ্বালিয়ে রেখেছিল বাতি
এখন শুধু রহিয়াছে পড়ি সুকোমল প্রতিকৃতি।
হাসিমুখে যারে চুপিসারে দিয়াছি আমি বিদায়,
তাহার লাগি মন অবিবাদি হচ্ছে ব্যথিতময়।
দিয়াছি বিদায় সেই আপনায় উত্তাল নদী তীরে,
পাঠায়ে তারে শুধু দেখিয়াছি বসিয়া বালুচরে।
বিদায় বেলায় ওষ্ঠে ছিল স্থিতি স্মিত হাঁসি,
অন্তরালে দুচোখ ভরি বহু জল গেছে ভাসি।
বহিতেছে দিন হতেছে বিলীন সূর্যে সিঁদুর রং,
তবু বসে আছি বালুচরে তীরে এ কোন সন্ধিহান।
ঘনিয়েছে আঁধার, হতেছে আযান, বাজিছে শঙ্খধ্বনি,
তবু গৃহপানে যাব না ফিরে, এইটুক শুধু জানি।
কে আজি হায় হাত রাখিবে, আমার এ শিয়রে
কে দিবে আজি সান্ত্বনা হায়, ভাসিলে অশ্রু নীরে!
উৎসঃ অন্য ভুবন