
রাজ রেহান
অম্বরে আজ বজ্রধ্বনি, ঝরছে বাদল ধারা,
কান্না হাসির দোদুল দোলায় হচ্ছি পাগলপারা।
বর্ষাবারি জড়ায়ে তনুয় জাগছে শিহরণ,
জানিনা এ কিসের মায়া করছি আহরণ!
বকুলমালার গন্ধখানি সারাগায়ে মাখি,
মুখে আমার হাসি আর অশ্রুভেজা আঁখি।
শ্রান্ত জলে ভাসছি দুজন, দিচ্ছি আবার ডুব
চোখেচোখে কইছি কথা তুমি যে নিশ্চুপ।
হাসি তোমার বাধনহারা, বুকে বেধে তীর।
সেই তীরে আজ হচ্ছি ঘায়েল মনটা যে চৌচির।
মন যে আমার মস্ত দিঘী, তুমি হংসরাজ
কাটছি সাতার সেই দিঘীতে সকাল দুপুর সাঁঝ।
মন অভিপ্রায় বাহুডোরে জাপটে তোমায় রাখি।
চল দুজন আজ নিশিথে দুষ্টমিতে মাতি,
আদর করে তোমার বুকে নখের আঁচড় কাটি
কলঙ্কদাগ দিয়ে তোমায় আমার করে রাখি।
উৎসঃ অন্য ভুবন