বেদনার্ত বাণী

রাজ রেহান

একদা ছিলে তুমি

আমার জীবন সহচর,

অবশেষে একা থাকা,

তুমি আলেয়ার।

মালতিলতা বনসম

তুমি আমার প্রিয়তম।

রয়েছ বিরাজমান

এই হৃদয়ে মম।

তোমায় ছেড়ে করছি প্রিয়

কাতর ক্রন্দন

তোমায় ছেড়ে নেইকো একা,

হল বেদনার বন্ধন।

শালিকমুখে খড় শোভা পায়,

ঘড় বাঁধিবার লাগি,

তোমায় বিহীন একলা থাকা,

পথের বিবাগী।

সবুজ দূর্বাঘাসে

রৌদ্রকিরণ আসে,

শিশির জ্বলজ্বলিয়ে হাসে,

চর্মচক্ষে যে জল আসে।

এস্থানে তোমার আমার ছিল

অবাধ বিচরন

আজকে আমি একলা একা

কোথায় রে সুজন?

সন্ধ্যে হলে চারিপাশে স্তব্ধ নিরবতা

আমার ঘরের চিলেকোঠায় চড়ুইপাখির বাসা।

ঠোঁটেঠোঁটে কইছে কথা,

গাইছে ওরা গান,

ভাঙল আমার নীরবতা

ব্যথায় কাতর প্রান।

এমন করেই এই ঘরেতে

ছিলে তুমি পাশে,

আজ তুমি নেই তাইতো বুকে,

বেদনার্ত স্মৃতি আসে।

উৎসঃ অন্য ভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.