
রাজ রেহান
ও মা, তুমি কোথায় গেলে?
আমায় ফেলে একা!
স্বপ্নলোকের ফুল গাছেতে,
ফুল ফুঁটেছে থোকা।
আমায় তুমি একা রেখে
কোথায় গেলে বল?
আমিও তোমার সাথে যাব
সঙ্গে নিয়ে চল!
এতিম আমায় সবাই বলে,
এতিম কাকে বলে?
না ফেরারই দেশে নাকি
তুমি গেছ চলে।
সবার মা তো কত্ত ভাল,,,
ওদের সাথে থাকে,
তুমি কোথায় হারিয়ে গেলে?
আমায় একা রেখে!
তুমি বড্ড পঁচা মা গো,
নিঠুর তুমি মা,
তোমায় ছাড়া আমার কিছু
ভাল লাগে না।
নীল দিঘীতে শুভ্র কমল
স্নিগ্ধ পদ্ম ভাসে,,
দাদু বলেন, গভীর রাতে
মা আমার কাছে আসে।
তাই তো আমি রাত জেগে রই,
কখন আসবে তুমি, মা?
তোমায় ছাড়া একলা একা
ঘুম যে আসে না!
উৎসঃ অন্য ভুবন