
রুদ্রনীল
আরে দাদা ভাই, ছোট ভাই শোনেন দিয়া মন,
মনের কথা কিছু কথা আজ করিব বর্ণন।
শোনেন দাদাভাইরা!
আইয়া পড়ছে ঈদের খুশি, হাসাহাসি ভালোবাসা নিয়া,
প্রীতি জানাই, শুভেচ্ছা জানাই ‘অন্য ভুবন’ দিয়া।
হায়রে ঈদের খুশি!
আরে সংযমেরই মাসের পরে আইল মধুর ঈদ,
সবাই মিলে আনন্দ কর, গাও মিলে গীত।
আরে মধুর ঈদ!
বন্ধু তোমরা আছো কেমন কেমন কাটে দিন,
কমেন্ট করে জানিয়ে দিয়ো রেখো কিছু ঋণ।
হায়রে কাটে দিন!
আরে ভালোবাসা করে করে কাটাই সর্বক্ষণ,
বয়ে চলা কঠিন আমার দ্বৈত এ জীবন।
হায়রে দ্বৈত জীবন!
প্রেমের নামে কত আসে যত ক্ষণিকের মোহ,
ভেঙ্গে যায় কেটে যায় আসে বিরহ।
হায়রে ক্ষণিকের মোহ!
ভালোবাসা সর্বনাশা মানুষ করে খেলা,
বন্ধ হবে সাঙ্গ হবে ভবের এই মেলা।
হায়রে কর খেলা!
ওরে প্রেমের নেশা মিছে আশা বিশ্বাসের ভাঙ্গন,
একজনেতে কিছু না হয়, আর একজনের কান্দন।
হায়রে বিশ্বাসের ভাঙ্গন!
বন্ধু তোমায় বলি পরান খুলি আমি এ অধম,
ভালোবাসার নামে কভু দিওনা জখম!
হায়রে আমি এ অধম!
ভালো থাকো ভালোবাসা, ভাল থাকো প্রেম,
যুগযুগান্ত অমর হও বলিয়া দিলেম।
হায়রে ভালোবাসা প্রেম!
ওরে রুদ্রতাপে পুড়ে সবে, কর গো বরণ,
উপরেতে শক্ত দেখ মনটা যে নরম।
হায়রে কর গো বরণ!
তোমাদের খুশির দিন হাসির দিন হোক অমলিন,
সুখে থাক, ভালো থাক, থাক চিরদিন।
হায়রে হোক অমলিন!
আজ আসি তবে এই ভবে আছি যতদিন,
দোয়া কর ভালো থাকি আমি ততদিন।
হায়রে আছি যতদিন!
উৎসঃ অন্যভুবন