
রুদ্রনীল
কখনও বড় একা লাগে
একা মানেই বিষণ্ণতা
একা মানেই অস্থিরতা
একা মানেই মন খারাপ।
মনে হয় অন্ধকারে ডুবে যাই,
গভীর অন্ধকার
চোখ মেলে তাকাই না আর।
তাকালেই কেবল শূন্যতা
একা মানেই কষ্ট
একা মানেই নিষ্ঠুরতা
ঘুমিয়ে থাকা স্মৃতিরা নড়ে চড়ে উঠে,
আড়মোড়া ভাঙ্গে।
শব্দহীন নির্বিবাদী কষ্টেরা তুমুল শব্দ তোলে
কেউ শোনে না, কেউ টের টি পায় না
কেবল আমি একা, বড় একা, একাই লড়ে চলি।।
উৎসঃ অন্যভুবন