
রুদ্রনীল
আজ তোমার সাথে রাগ করে ছাতা মেলিনি,
বৃষ্টিতে হেঁটে এসেছি।
টুপটুপ বৃষ্টি অধর ছুঁয়ে, কপোল ছুঁয়ে ,
তোমার স্পর্শ।
জ্বর আসছে বোধয়, তাপ বাড়ছে ক্রমশ, কাঁপুনি,
যে শরীরে তোমার অবজ্ঞা, তোমার দেয়া কষ্ট;
বারবার কেন ফিরে আসি জানো?
জানি ভাবছ নির্লিপ্ত,
ভাবো… নির্লিপ্ততাকে সঙ্গী করে কল্পনার জাল বুনি যে!
তোমায় ঘিরে
আমার অভিমানী মেঘেরা ঘন কালো হয়ে,
মনের আকাশে ভেসে বেড়ায়, উড়ে বেড়ায়,
তবু শীতল হয়ে, হিম হয়ে, শব্দ হয়ে
ঝরে পড়ে না, স্পর্শ করে না।
তোমার অবজ্ঞা কষ্ট দেয়, আমার আমি কে ঘেন্না হয়,
কী করছি আমি? নিজেকে এত ছোট করছি!
তোমার কাছে
যার মন বলে কিছু নেই,
যে শক্ত পাথরে বাধা
যাকে ভেদ করা যায় না
যাকে অর্জন করা হয় না।
শত প্রতিজ্ঞা, শত ভুলে থাকার অভিনয়,
কিন্তু না, পারি না।
কোন এক অদৃশ্য চুম্বকবলে আমায় টানো
দুহাতে জড়িয়ে নাও, বেঁধে নাও!
আমি মানুষটা যে নষ্ট, কী করে পাব তোমায়?
নইলে এত্ত অবহেলায়ও তোমায় ভাবি!
সেদিন বলেছিলে কাঙ্গাল আমি! ঠিকই বলেছ!
কাঙ্গালই তো, তোমার ভালোবাসার!
তুমি বুঝে গেছ বেশ ভালো করেই তাই তো এত অবজ্ঞা,
নিজে দামী থেকে আরও দামী আরও অমূল্য করবার প্রয়াস তোমার…
সার্থক তুমি!
শুনে রাখো তবে! আমিও কম নই,
আমার জন্যেও রোজ রাতে গোলাপ ফোঁটে,
আমার জন্যেও আকাশে চাঁদ উঠে,
আমার জন্যেও ডাক আসে,
আমার আমিতেই হব আমি মগ্ন।
তোমার অবহেলা আমার প্রতি, অসহনীয়
তীব্র ব্যথা, প্রচণ্ড কষ্ট, নশ্বর অনুভূতি,
হৃদয়ে জ্বলন, তোলপাড় করা পীড়ন।
তোমায় দিলেম মুক্তি,
তুমি ওড়ো। মুক্ত তুমি,
আমার অভিমানী মেঘেরা তোমার মত উড়ে বেড়াক,
যেখানে খুশি যাক!
ঝরুক না ঝরুক, জমুক ভারী হয়ে, হিম হোক।
উৎসঃ অন্যভুবন